×

বিনোদন

ভাষার মাসে নির্বাক চরিত্রে ছবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ০১:০০ পিএম

ভাষার মাসে নির্বাক চরিত্রে ছবি
অধ্যাপক জামিল চৌধুরী, ১৯৭১-এর স্বাধীনতা সংগ্রামের অগ্রপথিক, যোদ্ধা। তার লেখা ইতিহাসের সঠিক তথ্য স্বাধীনতা বিরোধীদের জন্য হয়ে ওঠে হুমকির বার্তা। তবু অপশক্তির ভয়ে পিছু হটলেন না তিনি, থামালেন না তার কলম যুদ্ধ। কিন্তু এই প্রতিবাদের হিসাব মেটাতে হলো তারই কন্যা এশাকে। যুদ্ধ বিরোধী হায়েনাদের নির্যাতন এবং গণধর্ষণের শিকার হলো এশা। ভাষা হারিয়ে নির্বাক হয়ে গেল সে। শুরু হলো নতুন আরেক যুদ্ধ। আর এই যুদ্ধে পাশে এসে দাঁড়াল ১৯৭৭-এর কোর্টমার্শাল এ প্রাণ হারানো আরেক মুক্তিযোদ্ধা আতাউরের ছেলে শাহেদ। নির্বাক এশার কণ্ঠে মায়ের ভাষা প্রস্ফুটনের নতুন এই অন্তহীন যুদ্ধে এক এক করে শামিল হলো নতুন এক প্রজন্ম, যে প্রজন্ম হারতে জানে না, মেনে নেয় না পরাজয়, কারণ তারা যে বীরের উত্তরাধিকার। এমনই গল্প নিয়ে রমিত রহমানের রচনা, হিমেল ইসহাকের পরিচালনা এবং কামালউদ্দিন আহমেদের প্রযোজনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার মাসের প্রথম নাটক ‘উত্তরাধিকার’। নাটকটিতে অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, সাদেক বাচ্চু, শাহেদ শরীফ খান এবং ফারজানা ছবি। এশা চরিত্রে অভিনয় প্রসঙ্গে ফারজানা ছবি বলেন, ‘ভাষাহীন নির্বাক চরিত্র এটিই আমার জন্য প্রথম। ‘এশা’ চরিত্রের মনোজাগতিক যুদ্ধ সংলাপবিহীনভাবে শুধুমাত্র অভিব্যক্তির মাধ্যমে পর্দায় উপস্থাপনের বিষয়টি খুব একটা সহজ ছিল না। তবু আশা করছি আমাদের সবার এই সুপ্রচেষ্টা দর্শকের ভালো লাগবে।’ নাটকটি আজ শনিবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশন এ প্রচারিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App