×

বিনোদন

ঢাকা টু কলকাতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪৭ পিএম

ঢাকা টু কলকাতা
‘চলচ্চিত্রের সংলাপ সাধারণত একটু উচ্চস্বরে বলতে হয়। সেই উচ্চস্বরটাকেই হয়তো অনেকে অতি অভিনয় মনে করেন।’ এমনটাই বললেন অভিনেতা আরিফিন শুভ। ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার মাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছেন শুভ। ঢাকার গন্ডি পেরিয়ে কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতেও তাকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। আরিফিন শুভ এখন বাংলাদেশের প্রথম সারির চিত্রনায়ক। এই অভিনেতা মনে করেন সিনেমাতে মেলোড্রামাটিক অভিনয়টা দরকার হয়। তিনি বলেন, যখন টেলিভিশনে অভিনয় করেছি তখন এক রকম করেছি। এখন অভিনয়ের ধরনে একটু পরিবর্তন করেছি। সেটা সিনেমার পরিচালকের চাওয়া থেকেই। এর জন্য আমাকে কেউ কেউ বলছেন যে আমি অতি অভিনয় করছি। ঢাকা অ্যাটাকের সাফল্যের পর এবার নতুন সিনেমা নিয়ে পর্দায় আসছেন শুভ। আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে শুভ অভিনীত সিনেমা ‘ভালো থেকো’। চলতি সপ্তাহে সিনেমার প্রচারণায় ব্যস্ত থাকবেন তিনি। এরপর আগামী ১২ ফেব্রুয়ারি আবারো যাবেন কলকাতায়। সেখানে ‘আহা রে’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। এই শুটিং চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের বসন্ত ও ভালোবাসা দিবস কি সিনেমার শুটিং সেটেই কাটবে এই অভিনেতার? জানতে চাইলে একটু হাসির স্বরে শুভ বললেন, ‘কাজের মাঝেই তো সব আনন্দ।’ আহা রে সিনেমার শুটিং শেষ করে শুভ সুন্দরী প্রতিযোগিতার বিচারের কাজ করবেন। আগামী ১ মার্চ থেকে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিচারক হিসেবে দেখা যাবে তাকে। এরপর ২০ মার্চ থেকে কলকাতার অরিন্দম শীলের ‘বালিঘর’ সিনেমার কাজ শুরু করবেন। তারপর এপ্রিলে শিহাব শাহীনের ‘মনফড়িং’ সিনেমার শুটিংয়ে সময় দেয়ার কথা রয়েছে। সব মিলিয়ে শুভ এখন সিনেমা নিয়ে খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন। নতুন বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে কাজের ব্যাপারে কথা হচ্ছে জানিয়ে শুভ বলেন, সেগুলোতে এখনো চ‚ড়ান্ত কিছু বলতে পারছি না। এদিকে ‘ভালো থেকো’ সিনেমায় শুভকে দেখা যাবে ভিন্ন রকম একটি চরিত্রে। শুভ বলেন, সিনেমার সাফল্য পুরোটাই দর্শকের ওপরে। নির্মাণ শেষ হওয়ার পর আমাদের আর কিছুই করার থাকে না। জাকির হোসেন রাজু স্যার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। উনি এ দেশের অনেক বড় নির্মাতা। সিনেমার গল্পটিও খুবই ভালো। সব মিলিয়ে দর্শকের ওপর আস্থা আছে। আশা করি সিনেমা হলে দর্শক গিয়ে সিনেমা দেখবেন। ‘জাগো’ সিনেমার পর ‘ছুঁয়ে দিলে মন’, ‘ঢাকা অ্যাটাক’ আরিফিন শুভ যেন নিজেকে একটু একটু করে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন। শুভর উন্নতি যে দর্শক গ্রহণ করছেন সেটা সিনেমাগুলোর ধারাবাহিক সাফল্যই বলে দেয়। জাকির হোসেন রাজুর সঙ্গে নিয়তি, ‘প্রেমীও প্রেমী’র পর এবার ‘ভালো থেকো’। শুভ বলেন, রাজু স্যারের সঙ্গে কাজ করাটা অন্যরকম ভালো লাগার। আশা করি এবার ‘ভালো থেকো’ সবাইকে মুগ্ধ করবে। রাজু স্যারের সঙ্গে এটি আমার তৃতীয় সিনেমা। ভবিষ্যৎ নিয়ে খুব একটা পরিকল্পনা করে কিছু করেন না শুভ। তিনি বলেন, নিষ্ঠা, সততার সঙ্গে পরিশ্রম করলে সাফল্য আসবেই। তার সঙ্গে যদি সবার ভালোবাসা বা দোয়া থাকে তবে স্বপ্নকে ছুঁয়ে দেখা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App