×

জাতীয়

‘লা মেরিডিয়ানে’ বিএনপির নির্বাহী কমিটির বৈঠক আজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৫২ এএম

‘লা মেরিডিয়ানে’ বিএনপির নির্বাহী কমিটির বৈঠক আজ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে সামনে রেখে দলের নির্বাহী কমিটির সভা হবে আজ । বিমানবন্দর সড়কের হোটেল লা মেরিডিয়ানে শনিবার সকাল ১০টা থেকে এ সভা শুরু হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এতে সভাপতিত্ব করবেন। বিকাল পাঁচটা পর্যন্ত এই বৈঠক হবে। গত বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানিয়েছিলেন। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সিটি কনভেনশন (আইসিসিবি) হলে এই বৈঠকের হল ভাড়া করেছিল বিএনপি। কিন্তু আইসিসিবি কর্তৃপক্ষ টাকা নিয়েও বিএনপির বুকিং বাতিল করে। এ জন্য সংস্কার কাজের কথা জানানো হয়। তাই নতুন ভেন্যু হিসেবে লা মেরিডিয়ান হোটেল ভাড়া করে বিএনপি। আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় ঘোষণা হবে। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, আদালতকে ব্যবহার করে সাজা দিয়ে খালেদা জিয়াকে সাজা দিয়ে রাজনীতি থেকে সরানোর চেষ্টা করছে সরকার। গত ২৫ জানুয়ারি রায়ের তারিখ ঘোষণার দুই দিন পর বিএনপির কৌশল নির্ধারণে দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। পরদিন বৈঠক হয় শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে। স্থায়ী কমিটির বৈঠক থেকে খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় নিয়ে সোচ্চার হতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। আর শরিক দলগুলোর নেতারা এই রায়ে যাই হোক না কেন, খালেদা জিয়ার পাশে থাকার অঙ্গীকার করেন। এই দুই বৈঠকের পর দলটির জাতীয় নির্বাহী কমিটির সভা ডাকা হয়। বৈঠকে অংশ নিতে নির্বাহী কমিটির সদস্যরা লা মেরিডিয়ানে আসতে শুরু করেছেন। কমিটির অনেক সদস্য ইতোমধ্যে হাজির হয়েছেন। এখনো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App