×

জাতীয়

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি অযৌক্তিক-হানিফ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:২৪ পিএম

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি অযৌক্তিক-হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপির নির্বাচনের দাবি অযৌক্তিক।

কুষ্টিয়া ইসলামীয়া কলেজ চত্বরে আজ শুক্রবার প্রথম স্বাধীনতা পতাকা উত্তোলনকারীদের সন্মাননা ও কলেজের রহিমা-আফছার একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, বাংলাদেশের জনগণ বর্তমান সরকারের অধীনে অনেক নির্বাচনে অংশ গ্রহণ করেছে। প্রত্যেকটি নির্বাচন অবাধ ও সুষ্ঠ হয়েছে। এতে প্রমাণিত হয়েছে বর্তমান সরকারের সহায়তায় নির্বাচন কমিশন যেকোন নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে সক্ষম। ফলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি অযৌক্তিক।

‘৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের প্রেক্ষাপট জানতে হবে’- মন্তব্য করে আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, ভোট ডাকাতি করেছিলো। তাই তাদের বিরুদ্ধে সারাদেশের জনগণ আন্দোলন করেছিল। তাই বাধ্য হয়ে বিকল্প হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App