×

জাতীয়

খালেদাকে রায় মেনে নিতে হবে: এরশাদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:৪৪ পিএম

খালেদাকে রায় মেনে নিতে হবে: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমরা সহায়ক সরকার বিশ্বাস করি না, সংবিধানে যে আইন লেখা আছে সে অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। খালেদা জিয়াকে আদালতের রায় মেনে নিতে হবে দাবি করে তিনি আরো বলেন, আমরাও তো জেলখানা থেকে নির্বাচনে অংশগ্রহণ করে ৫০টি আসন পেয়েছিলাম। জেলখানা থেকে নির্বাচন করলে সমস্যা কি?

ময়মনসিংহ সদরের চরখরিচায় জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়ার বার্ষিক ওয়াজ মাহফিলে শুক্রবার দুপুরে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে তিনি আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, এমপি ফখরুল ইমাম, এমপি সালাহউদ্দিন আহমেদ মুক্তি, ডা. কে আর ইসলাম, জাপা নেতা জাহাঙ্গীর আহমেদ, আব্দুল আউয়াল সেলিম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App