×

খেলা

আইপিএলে মনের মতো দল গড়লেও হতাশ প্রীতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১০:০১ পিএম

আইপিএলে মনের মতো দল গড়লেও হতাশ প্রীতি

আইপিএলে এবার একদম ঢেলে দল সাজিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। সাফল্য পেতে নিলামের টেবিলে মরিয়া ছিলেন প্রীতি জিনতারা। তাই রবিচন্দ্রন অশ্বিন, লোকেশ রাহুল, হরভজন সিংদের মতো জাতীয় দলের তারকা ক্রিকেটারদের দলে নিয়েছে তারা।

তবে মনের মতো দল গড়লেও এখনও আফসোস করছেন প্রীতি জিনতা। নিলামের পরেই কিংস ইলেভেন পাঞ্জাবের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানেই প্রীতি জিনতাকে বলতে শোনা গিয়েছে, ‘‘নিলামের পরে যে বিষয়ে আমার খারাপ লেগেছে তা হল সন্দীপ শর্মাকে ধরে রাখতে না পারা। তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা ভীষণ দুঃখজনক ছিল। তবে এটাই দেখে ভাল লাগছে যে নিলামে তার জন্য রীতিমতো যুদ্ধই বেধে গিয়েছিল।’’

এখানেই না থেমে প্রীতি আরও বলেছেন, ‘‘এটাই প্রমাণ করে যে কঠোর পরিশ্রমী, যার সঙ্গে কাজ করাটাই মজার, সে পুরস্কৃত হবেই। আমরা তাকে হারালেও দিনের শেষে ও কিন্তু বিজয়ী। স্যান্ডি তোমাকে অভিনন্দন, তোমাকে আমি মিস করব।’’

সন্দীপ শর্মাকে নিলামের টেবিলে ৩ কোটি টাকা দিয়ে কিনে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। শুধুমাত্র প্রীতি জিনতাই নন, ‘বন্ধু’ হরভজনকে ধরে রাখতে না পেরে একইভাবে হতাশ হয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানীও। ‌‌

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App