×

জাতীয়

নির্বাহী কমিটির সভায় পুলিশের অনুমতি মিলবে, আশা বিএনপির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:৩৯ পিএম

নির্বাহী কমিটির সভায় পুলিশের অনুমতি মিলবে, আশা বিএনপির

ঢাকায় আন্তর্জাতিক বিমান বন্দর সড়কে হোটেল লা ম্যারিডিয়ানে জাতীয় নির্বাহী কমিটির বৈঠক করতে পুলিশ অনুমতি দেবে বলে আশা করছে বিএনপি।

আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এ আশার কথা জানান।

রিজভী জানান, লা ম্যারিডিয়ান হোটেলের অডিটরিয়ামে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা আগামী ৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। হোটেল কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে। সভা অনুষ্ঠানে বিএনপির সব প্রস্তুতিও শেষ। পুলিশের অনুমতিও তারা পাবেন বলে আশা তাদের।

২০১৬ সালের ১৯ মার্চে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর নবগঠিত ৫০২ সদস্যের নির্বাহী কমিটি এটি হবে প্রথম সভা। সংবাদ সম্মেলনে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, আবদুস সালাম আজাদ, আসাদুল করিম শাহীন, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, এটিএম কামাল প্রমুখ।

রিজভী আরও বলেন, ‘জাতীয় নির্বাহী কমিটির বৈঠকের জন্য এর আগে যোগাযোগ করলেও কোথাও আমাদের জায়গা দেওয়া হয়নি। আমরা রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তন, গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ, মতিঝিলের হোটেল পূর্বানী এবং বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির ‘রাজদর্শনে’ নির্বাহী কমিটির এই সভা করতে আবেদন করেছিলাম। এর মধ্যে বসুন্ধরার কনভেনশন সভার জন্য অনুমতি দিয়ে পরে তা বাতিল করে দেয়। এরপর আমরা আরো খুঁজতে থাকি। অবশেষে লা ম্যারিডিয়ান কর্তৃপক্ষ আমাদের অনুমতি দিয়েছে। সভা অনুষ্ঠানে আমাদের সকল প্রস্তুতি শেষ হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি জানান, পুলিশের অনুমতিও তারা পাবেন।

সংবাদ সম্মেলনের পর জাতীয় নির্বাহী কমিটির সভার যোগদানের সদস্যদের পরিচয়পত্র প্রদান পর্ব শুরু হয়। প্রথমে দলের ভাইস চেয়ারম্যান ড. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, ডা. আবদুল কুদ্দুস প্রমুখ দলের সিনিয়রযুগ্ম মহাসচিবের কাছ থেকে পরিচয় গ্রহণ করেন। শুক্রবার বিকেল পর্যন্ত আমন্ত্রিত সভার সদস্যদের পরিচয়পত্র দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App