×

জাতীয়

জনসভা স্থগিত করলেন শামীম ওসমান

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৮, ০৯:১৬ পিএম

জনসভা স্থগিত করলেন শামীম ওসমান

নারায়ণগঞ্জে আগামী ৩ ফেব্রুয়ারি ডাকা জনসভা স্থগিত করেছেন আওয়ামী লীগের আলোচিত সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। আগামী ৮ ফেব্রুয়ারির পর জনসভাটি করা হবে বলে জানিয়েছেন তিনি।

গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জে হকারদেরকে আবার বসানো নিয়ে মেয়র আইভীর সঙ্গে সংঘর্ষের পর শামীম ওসমানের ডাকা এই জনসভাটি তার শক্তি প্রদর্শনের কৌশল হিসেবেই ধরা হচ্ছিল। এই জনসভা আওয়ামী লীগের পক্ষ থেকে ডাকা হয়নি।

গত ২৭ জানুয়ারি নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় ৩ ফেব্রুয়ারি শহরে জনসভা করার ঘোষণা দিয়েছিলেন শামীম ওসমান।

সেদিন শামীম ওসমান বলেন, ‘এ সমাবেশ হবে ‘স্মরণকালের সব থেকে বড় এবং প্রমাণ করা হবে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যাতে বুঝতে পারে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ শক্তিশালী। স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে সকল স্বাধীনতার পক্ষের সব শক্তি ওই জনসভায় উপস্থিত থাকবেন।’

এই জনসভায় উপস্থিত হতে মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং তার অনুসারী আওয়ামী লীগ নেতাদেরকেও আমন্ত্রণ জানিয়েছিলেন শামীম ওসমান।

কিন্তু তিন দিন পর আজ মঙ্গলবার ৩০ নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনের ভোট চলাকালে শামীম ওসমান ব্রিফিং করে বলেন, ‘যেহেতু ৮ তারিখে একটি রায় হবে (খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা)। তাছাড়া ২০১৪ সালের ৫ জানুয়ারির পর যারা জ্বালাও পোড়াও করেছিল তাদের আস্ফালন আবারও দেখতে পাচ্ছি এবং এ সুযোগে স্বাধীনতাবিরোধী চক্র জামায়াত শিবিরের উপরের ভর করে দেশে যে অরাজকতা চালানোর চেষ্টা করছে।’

‘আমি চেয়েছিলাম নারায়ণগঞ্জের মানুষকে আগের থেকে সচেতন করতে। কিন্তু জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এখনও বিষয়টি ফাইনাল করতে পারিনি। তাছাড়া কৌশলগত কারণে ৮ তারিখে রায়ের পর আমরা সুবিধা মতো সময়ে নারায়ণগঞ্জে এ জনসভা করব। কারণ আমরা রায়ের পক্ষে শ্রদ্ধাশীল।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App