×

জাতীয়

এমপিদের মান-ইজ্জত রক্ষার্থেই ডিজিটাল নিরাপত্তা আইন : তোফায়েল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৮, ০৬:১৯ পিএম

এমপিদের মান-ইজ্জত রক্ষার্থেই ডিজিটাল নিরাপত্তা আইন : তোফায়েল

গণমাধ্যমে সংসদ সদস্যদের (এমপি) বিরুদ্ধে যেভাবে রিপোর্ট করা হয় তাতে তাদের মান-সম্মান থাকে না, তাই সাংসদদের মান-ইজ্জত রক্ষার করতেই ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের (ডিসিসিআই) নবনির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) গণমাধ্যমে যেভাবে বিভিন্ন সংসদ সদস্যের বিরুদ্ধে রিপোর্ট করেন, তাতে তাদের মান-ইজ্জত থাকে না। তাদের সম্মান ক্ষুণ্ণ হয়। তারা তো জনপ্রতিনিধি। তাই এগুলো ঠেকাতেই এ আইন করা হয়েছে।’

গণমাধ্যমে সংসদ সদস্যদের বিরুদ্ধে রিপোর্ট বন্ধ করতে এ আইন করা হলেও সাংবাদিকদের ঠেকানো যাবে বলে মনে করেন তোফায়েল। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে চিন্তা-ভাবনা করেই ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ করা হয়েছে। আগের আইসিটি আইনটি বিএনপির সময়ে করা ছিল। যেখানে অনেক বিষয় অস্পষ্ট ছিল। নতুন আইনে বিষয়গুলো আরও স্পষ্ট করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App