×

বিনোদন

বলিউড সঙ্গীতের সেরা গায়ক অরিজিৎ, গায়িকা শ্রেয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০১৮, ১১:৪৯ এএম

বলিউড সঙ্গীতের সেরা গায়ক অরিজিৎ, গায়িকা শ্রেয়া
রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ের ওর্লিতে এসভিপি স্টেডিয়ামের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল বলিউড সঙ্গীতের সবচেয়ে বৃহত্তম উৎসব ‘রয়্যাল স্ট্যাগ মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস’ এর দশম বার্ষিকী। এবারের আসরে সেরা গায়কের পুরস্কার জিতেছেন বলিউডের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় গায়ক ও তরুণদের আইকন অরিজিৎ সিং। বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘যব হ্যারি মেট সেজল’ ছবিতে ‘হাওয়ায়েঁ’ গানটি গেয়ে এই পুরস্কার জিতেছেন অরিজিৎ। শুধু অরিজিৎই নন, বলিউড বাদশাহর এই ছবির জন্য পুরস্কার পেয়েছেন আরও দুজন। অরিজিতের ‘হাওয়ায়ঁ’ গানটিতে সুর দিয়ে সেরা সুরকারের পুরস্কার থলিতে পুরেছেন বলিউডের খ্যাতিমান সঙ্গীত পরিচালক ও কম্পোজার প্রীতম চক্রবর্তী এবং ওই একই গানে সেরা গীতিকারের পুরস্কার জিতে নিয়েছেন ইরশাদ কামিল। অন্যদিকে, এবারের আসরে সেরা গায়িকার পুরস্কারটি বাগিয়ে নিয়েছেন এই প্রজন্মের আরেক সঙ্গীত আইকন শ্রেয়া ঘোষাল। ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবিতে ‘থোড়ি দের’ গানটি গেয়ে সেরা গায়িকা হয়েছেন তিনি। অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেয়া হয়েছে কিংবদন্তী শিল্পী, সুরকার, গীতিকার এবং সঙ্গীত পরিচালক বাপ্পী লাহিড়ীকে। অন্যদিকে, বলিউডের ছবিতে এক নাগাড়ে ২৫ বছর অসামান্য অবদানের জন্য বিশেষ সংবর্ধণা দেয়া হয়েছে আরেক সঙ্গীতস্রষ্ঠা এ আর রহমানকে। আজীবন সম্মাননা পেয়ে আপ্লুত বাপ্পী লাহিড়ী বলেন, ‘এই পুরস্কার পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এতগুলো দশক ধরে সঙ্গীত জগতের অগণিত সদস্য এবং দর্শকদের ভালোবাসা ও প্রশংসা পেয়েছি। তাদের এই অমূল্য সমর্থন, ভালোবাসা ও প্রশংসার জন্য ধন্যবাদ জানাই।’ অন্যদিকে, এ আর রহমান বলেন, ‘এই পুরস্কার আমার জীবনের অন্যতম বিশেষ মাইলফলক। বন্ধু ও ভক্তদের সঙ্গে সেটি ভাগ করে নিতে পেরে আরও আনন্দ উপভোগ করছি।’ ‘১০ম রয়্যাল স্ট্যাগ মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস’ এর আনন্দঘন সন্ধ্যায় পুরস্কৃত করা হয় নবীণদেরও। যেখানে সেরা উঠতি গায়কের পুরস্কার পেয়েছেন অসিত ত্রিপাঠী, সেরা উঠতি গায়িকা মেঘনা মিশ্র, সেরা উঠতি সুরকার জে.এ.এম.এইট, সেরা উঠতি গীতিকার শান্তনু ঘটক এবং সেরা সঙ্গীত প্রযোজক ক্লিন্টন সেরেজো ও হিতেশ সোনিক। এছাড়া ‘রয়্যাল স্ট্যাগ মেক ইট লার্জ অ্যাওয়ার্ড’ পেয়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। অনুষ্ঠানে নাচে-গানে মঞ্চ মাতান প্রধান সঞ্চালক সোনু নিগম, শ্রেয়া ঘোষাল, সিদ্ধার্থ মালহোত্রা, সোনু সুদ, মনোজ বাজপেয়ী, গওহর খান, আয়ুষ্মান খুরানা, জাভেদ আলি, হর্ষদীপ কাউর এবং নেহা ভাসিনের মতো তারকারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App