×

জাতীয়

যুক্তরাষ্ট্রের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০১৮, ০৬:৩৬ পিএম

যুক্তরাষ্ট্রের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসক্যাপ) আমন্ত্রণে সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এসক্যাপের সামাজিক উন্নয়নসংক্রান্ত ৫৬তম অধিবেশন এবং ‘প্যানেল ডিসকাশন অন গ্লোবাল রিভিউ অব দ্য আউটকাম অব দ্য থার্ড রিভিউ অ্যান্ড এপ্রেইসাল অব দ্য মাদ্রিদ ইন্টারন্যাশনাল প্ল্যান অব অ্যাকশন অন এজিং-২০০২’তে অংশ নেবেন। দুই দিনব্যাপী এই অধিবেশন এবং প্যানেল ডিসকাশন মঙ্গলবার শুরু হবে। হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে স্পিকারকে বিদায় জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ৬ ফেব্রুয়ারি স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App