×

তথ্যপ্রযুক্তি

কাছে এল সব চেয়ে দূরতম ছায়াপথ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০১৮, ০৪:২৭ পিএম

কাছে এল সব চেয়ে দূরতম ছায়াপথ
পৃথিবীর থেকে এপর্যন্ত সব থেকে দূরবর্তী ছায়াপথের সন্ধান পেল নাসা। হাব্‌ল–স্পিটজ্‌জার মহাকাশ দূরবীক্ষণে এসপিটি০৬১৫–জেডি নামক ওই ছায়াপথ দেখতে পেয়েছেন নাসার জ্যোতির্বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলেছেন, ওই ছায়াপথের নক্ষত্রগুলি মাত্রই ৫০ কোটি বছরের পুরনো। দূরত্বের জন্য টেলিস্কোপে নক্ষত্রগুলিকে দেখাচ্ছে মহাকাশে লাল একগুচ্ছ বিন্দুর মতো। এর আগে বেশ কিছু প্রাচীন ছায়াপথ খুঁজে পেয়েছিল হাব্‌ল–স্পিটজ্‌জার টেলিস্কোপ। কিন্তু সেগুলি এভাবে স্থান সংক্রান্ত তথ্য দেয়নি বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা। তাঁরা বলেছেন, ওই ছায়াপথের মাধ্যাকর্ষণের প্রভাব দেখে তার পরিমাপ জানা সম্ভব হবে। হাব্‌লের রিওনিজেশন লেন্সিং ক্লাস্টার সার্ভে বা আরইএলআইসিএস–ই প্রথম সন্ধআন পায় এসপিটি০৬১৫–জেডি–র। কারণ, এই দূরবীক্ষণের কাজই হল দূরের নক্ষত্র, ধূমকেতু, গ্রহাণুর সন্ধান করে বেড়ানো। নতুন এই ছায়াপথ নিয়ে আরও তথ্য জানতে উৎসাহী বিজ্ঞানীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App