×

তথ্যপ্রযুক্তি

নীল চাঁদ দেখা যাবে চলতি মাসের শেষ দিনে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০১৮, ০৩:২৬ পিএম

নীল চাঁদ দেখা যাবে চলতি মাসের শেষ দিনে
বিরলের মধ্যে বিরলতম!‌ দেড়শো বছরের মধ্যে সবচেয়ে বড় নীল চাঁদ দেখা যাবে চলতি মাসের শেষ দিনে। ২০১৮–তে এটাই প্রথম চন্দ্রগ্রহণ। ভারতীয় উপমহাদেশ, মধ্যপ্রাচ্য এবং আরবের দেশগুলি থেকে দেখা যাবে এই চাঁদ। গ্রহণ হবে ঠিক মাঝরাতে। তবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং পূর্ব এশিয়ার বাসিন্দারা থেকে খুব অল্প হলেও এই নীলচাঁদ দর্শনের সাক্ষী থাকতে পারবেন। আলাস্কা, হাওয়াই দ্বীপপুঞ্জ এবং উত্তর–পশ্চিম কানাডায় গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাবে। সব মিলিয়ে ৭৭ মিনিট ধরে দেখা যাবে এই গ্রহণ। অভিনব এই চন্দ্রদর্শনের বিশেষত্ব হল, চাঁদের নীচের অংশকে উপরের অংশ থেকে বেশি উজ্জ্বল দেখাবে। এরপরে ফের এই নীলচাঁদ দেখা যাবে ২০৩৭ সালের ৩১ জানুয়ারি। সেটিও হবে চাঁদের পূর্ণগ্রাস গ্রহণ। ২০০৯ সালের গ্রহণেও নীলচাঁদ দেখা গিয়েছিল। তবে সেটি এবারের মতো পূর্ণগ্রহণ ছিল না। শেষবার পৃথিবীর বুকে এই নীলচাঁদের পূর্ণগ্রহণের দৃশ্য দেখা গিয়েছিল ১৮৬৬ সালের ৩১ মার্চ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App