×

তথ্যপ্রযুক্তি

সূর্য বাদে এই প্রথম অন্য নক্ষত্রের ছবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০১৮, ০১:২৯ পিএম

সূর্য বাদে এই প্রথম অন্য নক্ষত্রের ছবি
নজিরবিহীন সাফল্য পেলেন জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষকরা। এই প্রথম সূর্য ছাড়া অন্য কোনও নক্ষত্রের স্পষ্ট ছবি তুললেন গবেষকরা। চিলির আতাকামা মরুভূমি থেকে তোলা হয়েছে এই ছবি। ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ইন্টারফেরোমেটিক দূরবীন।  যা রয়েছে শুধুমাত্র জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির কাছেই।যে নক্ষত্রের ছবি তোলা হয়েছে, তার নাম ‘‌পাই ওয়ান গ্রুইস’‌। সূর্য থেকে ৫৩০ আলোকবর্ষ দূরে অবস্থিত এই নক্ষত্রটি। আয়তনে সূর্যের থেকে ৩৫০ গুণ বড়। এই নক্ষত্রের বিশেষত্ব হল, এখানে 'কনভিকটিভ সেল'–এর দেখা পাওয়া খুব মুশকিল। এর মতো বড় নক্ষত্রগুলির তারাগুলির আবহমণ্ডল ধূলিকণায় ঢাকা থাকায় পৃথিবীতে দাঁড়িয়ে তার পৃষ্ঠ দেখতে পাওয়া বর্তমান প্রযুক্তিতে অসম্ভব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App