×

জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার সুষমার প্রশংসা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০১৮, ১০:৫৫ এএম

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার সুষমার প্রশংসা
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছেন। বুধবার দুপুরে নয়াদিল্লীতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠককালে তিনি এ প্রশংসা করেন। নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সুষমা স্বরাজ মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের পুনর্বাসনের ক্ষেত্রে ভারতের সহায়তা প্রদানের বিষয়টি পুনরায় উল্লেখ করেন। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় ভারতের সমর্থনের জন্য সন্তোষ প্রকাশ করেন এবং এক্ষেত্রে ভারতের সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। বৈঠককালে উভয় মন্ত্রী একমত হন যে, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দু’দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে দু’দেশের জনগণের উভয় দেশে ভ্রমণ বৃদ্ধি পাচ্ছে বলে বৈঠকে উল্লেখ করা হয়। পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিনদিনের সফরে বর্তমানে দিল্লীতে অবস্থান করছেন এবং ১৯ জানুয়ারি ঢাকার উদ্দেশে দিল্লী ত্যাগ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App