×
Icon ব্রেকিং
ইরানের ভূখণ্ডে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল, ইরানের বিভন্ন শহরে বিমান চলাচল বন্ধ

আন্তর্জাতিক

যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সুইডেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০১৮, ১১:৩৪ এএম

যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সুইডেন
বহু বছর ধরে শান্তিপূর্ণভাবেই বাস করছে ইউরোপের দেশ সুইডেনের বাসিন্দারা। কিন্তু হঠাৎ এমন কী হলো যে, দেশটির বাসিন্দাদের যুদ্ধের ব্যাপারে সতর্ক করতে হচ্ছে! সুইডেন সরকার জানিয়েছে, তারা তাদের সব অধিবাসীদেরই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলছে। এজন্য ৪৭ লাখ বাড়িতে প্রয়োজনীয় নির্দেশনাসহ লিফলেট পাঠাবে তারা। এবারের বসন্তেই কাজটি করা হচ্ছে। কিন্তু সুইডেনের কেন এমন প্রস্তুতি? এ প্রসঙ্গে জানা গেছে, রাশিয়ার আগ্রাসন নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিল দেশটি। অনেকেই সুইডেনের এই পদক্ষেপকে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধে সুইডেনের ফিরে আসা বলে মনে করছেন। তবে এ ঘটনাকে যুদ্ধে নেমে যাওয়া হিসেবে মানতে নারাজ সুইডেন। তার বদলে এ ঘটনাকে নিজেদের রক্ষার জন্য স্বাভাবিক প্রক্রিয়া বলেই দাবি করছে সুইডেন। রাশিয়া সম্প্রতি ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধের জন্য বিশাল আকারের সামরিক মহড়া ও যুদ্ধপ্রস্তুতি নিয়েছে। ফলে সুইডেনসহ ইউরোপের দেশগুলোও এরপর তাদের যুদ্ধপ্রস্তুতি বাড়িয়েছে। শুধু জনসাধারণই নয়, সব স্থানীয় কর্তৃপক্ষকে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে সুইডেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App