×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে চারজন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০১৮, ১২:৪৫ পিএম

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে চারজন নিহত
তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে কমপক্ষে চারজন নিহত হয়েছে। সেই সাথে দক্ষিণাঞ্চলে নিম্ন তাপমাত্রার রেকর্ড করেছে। রাস্তাঘাট বরফের নিচে ঢাকা পড়েছে। বেশ কিছু স্থানের বাসিন্দারা বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে এবং সেখানকার স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। খবর রয়টার্স। মধ্য আটলান্টিক অঞ্চল এবং ইংল্যান্ডেও বুধবার হিমশীতল তাপমাত্রা এবং তুষারপাত হয়েছে। দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস উত্তরাঞ্চলীয় ভার্জিনিয়ার জর্জিয়া এবং ম্যাসাচুসেটস থেকে মেইনে পর্যন্ত শীতকালীন আবহাওয়া পরামর্শ দিয়েছে। এসব এলাকায় ৩ কোটির বেশি মানুষ বাস করে। মঙ্গলবার টেক্সাসে একটি গাড়ি রাস্তা থেকে ৩০ ফিট নিচে পড়ে যায়। চারদিকে বরফ থাকার কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে। এতে ৪০ বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারিয়েছে। অপরদিকে, হৌস্টন এলাকায় ডেমেনসিয়ায় আক্রান্ত ৮২ বছর বয়সী এক নারীকে তার বাড়ির পেছনে মৃত অবস্থায় পাওয়া গেছে। হ্যারিস কাউন্টির শেরিফ অফিসের তরফ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত ঠান্ডার কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App