×

জাতীয়

জ্ঞান-প্রযুক্তি রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে : শিক্ষামন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০১৮, ০৫:৪৪ পিএম

জ্ঞান-প্রযুক্তি রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে : শিক্ষামন্ত্রী

জ্ঞান ও প্রযুক্তি শুধু বিদেশ থেকে আমদানি নয়, বরং রপ্তানির সক্ষমতাও অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে সরকারি বিজ্ঞান কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞানচর্চা আরও বাড়াতে হবে উল্লেখ করে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘বাংলাদেশ শুধু জ্ঞান ও প্রযুক্তি আমদানি করবে না, তা রপ্তানিতেও সক্ষমতা অর্জন করতে হবে।’

নাহিদ আরও বলেন, ভাল প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে বিজ্ঞান চর্চার জন্য। সরকারি বিজ্ঞান কলেজকে ব্যতিক্রমী কলেজ হিসেবে গড়ে তোলা হবে। এ সময় মন্ত্রী বলেন, ‘এখন থেকেই উন্নতমানের বিজ্ঞান শিক্ষা, বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞান গবেষণা শুরু হবে।’

কলেজের অধ্যক্ষ বনমালী মোহন ভট্টাচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমান, কলেজের উপাধ্যক্ষ ড. মো. হারুন-অর-রশিদ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App