×

জাতীয়

রোহিঙ্গা সংকট সমাধানে ৫ মিলিয়ন ইউরো দিচ্ছে ইইউ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৮, ০৮:২৩ পিএম

রোহিঙ্গা সংকট সমাধানে ৫ মিলিয়ন ইউরো দিচ্ছে ইইউ
বাংলাদেশে রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তার উদ্দেশ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ৫ মিলিয়ন ইউরোর নতুন এক কর্মসূচি গ্রহণ করেছে। বুধবার ইউরোপীয় কমিশনের (ইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই উদ্যোগ রোহিঙ্গাদের চিহ্নিত ও রেজিস্ট্রেশন করা এবং মানবিক সহায়তার সুবিধা দেবে। এর মাধ্যমে আরো বেশি করে দুস্থদের সুরক্ষা নিশ্চিত করবে। ইইউ বলেছে, এই উদ্যোগ সহিংসতার কারণে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও সম্মানের সঙ্গে তাদের বাসস্থানে প্রত্যাবাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ইইউর অঙ্গীকার পূরণ। ২০১৭ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে যে দ্বিপাক্ষিক প্রত্যাবাসন চুক্তি হয়েছিল, সেই চুক্তি বাস্তবায়নে এই সহায়তা প্রদান করা হবে। প্রসঙ্গত, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় ইইউ গত বছর ৫১ মিলিয়ন ইউরো সহায়তা প্রদান করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App