×

অর্থনীতি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৮, ০৪:১৪ পিএম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে
উৎপাদন কমানোয় বিশ্ববাজারে অশোধিত ব্রেন্ট তেলের দাম বেড়েছে। গত সোমবার ব্যারেলপ্রতি বিক্রি হয়েছে ৭০ ডলারে। যা গতকাল মঙ্গলবারও অব্যাহত ছিল। আর এতে সুফল পাচ্ছে রফতানিকারক দেশগুলো। বার্তা সংস্থা রয়টার্স জানায়, তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এবং রাশিয়ার উৎপাদন কমানোর পর থেকেই দাম ক্রমান্বয়ে বাড়তে থাকে। যদিও যুক্তরাষ্ট্র ও কানাডায় তেল উত্তোলন কার্যক্রম বেড়েছে, যা আগামী দিনে উৎপাদন আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে। সোমবার (১৫ জানুয়ারি) আন্তর্জাতিক বাজারে অশোধিত ব্রেন্ট তেলের দাম ১৩ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়ায় ৭০ ডলার। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস অশোধিত তেলের দাম ২৩ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৬৪.৫৩ ডলার হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App