×

জাতীয়

পদ্মা সেতুতে রেল সংযোগের কাজ শুরুর প্রক্রিয়া সম্পন্ন

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৮, ০৯:১৩ পিএম

পদ্মা সেতুতে রেল সংযোগের কাজ শুরুর প্রক্রিয়া সম্পন্ন
রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের কাজ শুরু করতে সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য সানজিদা খানমের (সংরক্ষিত আসন-২৪) এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংসদ সদস্য সানজিদা খানমের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের কাজ শুরুর জন্য শিগগিরই ঋণচুক্তি হবে। ঋণচুক্তি হওয়ার পর রাজধানীর গেন্ডারিয়া থেকে মুন্সীগঞ্জের মাওয়া হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে ফরিদপুরের ভাঙ্গা এবং যশোর পর্যন্ত দ্বিতীয় ফেজে রেলপথ নির্মাণ কাজ শুরু করা হবে। সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের (কক্সবাজার-২) এক সম্পূরক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ইতোমধ্যে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণ শুরু হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই রেলপথ নির্মাণ শেষ করার ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। আশা করা যায়, নির্ধারিত সময়ের মধ্যে এ কাজ শেষ হবে। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণ শেষ হলে পরবর্তী সময়ে রামু থেকে ঘুমদুম পর্যন্ত রেলপথ নির্মাণ শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App