×

আন্তর্জাতিক

আবুধাবিতে কাতার রাজপরিবারের সদস্য আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৮, ১২:১৭ পিএম

আবুধাবিতে কাতার রাজপরিবারের সদস্য আটক
শেখ আব্দুল্লাহ বিন আলি আল থানি নামে কাতারের এক রাজপুত্রকে বন্দি করেছে সংযুক্ত আরব আমিরাত। এক ভিডিও বার্তায় আটক প্রিন্স তার বন্দির বিষয়টি প্রকাশ করেছেন। আল জাজিরার এক খবরে বলা হয়, আরব আমিরাতের আমির মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের অতিথি হিসেবে শেখ আব্দুল্লাহ সেখানে গেলে তাকে বন্দি করা হয়। শেখ আব্দুল্লাহর শনিবার প্রকাশিত ওই ভিডিওতে তিনি বলেন, আমি এখন আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আছি। আমি এখন একজন বন্দি। এখানে আমার সঙ্গে যা ঘটছে তার জন্য আরব আমিরাতের আমির শেখ মোহাম্মাদ দায়ী। তিনি আরব আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন বলে উল্লেখ করেছেন। শেখ আব্দুল্লাহ ভিডিওতে আরও বলেন, আরব আমিরাত কর্তৃপক্ষ আমাকে দেশ ত্যাগ করতে বাধা দিচ্ছে। আমি এখন খুব ভয়ের মধ্যে আছি। এ বিষয়ে কাতারে ওপর দোষ চাপানো হতে পারে। এ জন্য আমি বিষয়টি জনগণকে জানাতে চাই। আমি জানি কাতারের জনগণ নিদোর্ষ। উল্লেখ্য, ১৯৬০ সালে কাতারের আমির ছিলেন শেখ আলি বিন আব্দুল্লাহ আল ছানি। শেখ আব্দুল্লাহ তার পুত্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App