×

বিনোদন

আজ ‘বাংলার মাটি বাংলার জল’ নিয়ে মঞ্চে আসছে পালাকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০১৮, ০৪:২২ পিএম

আজ ‘বাংলার মাটি বাংলার জল’ নিয়ে মঞ্চে আসছে পালাকার
দীর্ঘদিন পর জনপ্রিয় প্রযোজনা ‘বাংলার মাটি, বাংলার জল’ নিয়ে আবারও মঞ্চে আসছে নাট্যদল ‘পালাকার’। আজ রোববার সন্ধ্যঅ ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির ২৮তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছিন্নপত্র’ অবলম্বনে নাটকটি রচনা করেছেন প্রয়াত সব্যসাচী নাট্যকার সৈয়দ শামসুল হক। নির্দেশনায় আছেন রবীন্দ্রনাট্য নির্দেশক আতাউর রহমান। ‘বাংলার মাটি, বাংলার জল’ নাটকটির কেন্দ্রীয় চরিত্র রবীন্দ্রনাথকে ঘিরেই। রয়েছে তার ভাতিজী ইন্দিরা দেবীর চরিত্রটিও। নাট্য নির্দেশক আতাউর রহমান নাটকটি প্রসঙ্গে বলেন, ‘বাংলার মাটি, বাংলার জল’ নাটকের নায়ক স্বয়ং রবীন্দ্রনাথ। তরুণ রবীন্দ্রনাথ ১৮৮৯ সাল থেকে ১৮৯৫ সাল পর্যন্ত যখন শিলাইদহ, পতিসর ও সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে বাবার জমিদারী এস্টেটের দেখভাল করার কাজে নিয়োজিত ছিলেন তখনকার চিত্র উঠে এসেছে এই নাটকে। এখানে দেখানো হবে এই বাংলার জল-বায়ু-মাটি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলো, প্রভাবিত করেছিলো তার রচনাকে। নাটকটি ‘পালাকার’র দর্শকের খুব পছন্দের। আশা করছি ভালো একটি অভিজ্ঞতা হবে আজ।’ এতে অভিনয় করছেন রবীন্দ্রনাথের চরিত্রে রুপদান করবেন শামীম সাগর। অন্যান্য চরিত্রে আরও আছেন শাহরিয়ার খান রিন্টু, আমিনুর রহমান মুকুল, সোনিয়া আক্তার, শর্মীমালা, অধরা হাসান, অনিকেত পাল বাব, ইভা খানসহ প্রায় ৩৫ জন শিল্পী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App