×

আন্তর্জাতিক

মিয়ানমারের সেনবাহিনীর স্বীকারোক্তি কে স্বাগত জানিয়েছে আরসা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০১৮, ০১:৪৪ পিএম

মিয়ানমারের সেনবাহিনীর স্বীকারোক্তি কে স্বাগত জানিয়েছে আরসা
মিয়ানমারের সেনবাহিনীর ১০ জন রোহিঙ্গা মুসলমানকে হত্যা করে গণকবর দেওয়ার যে স্বীকারোক্তি কে স্বাগত জানিয়েছে রোহিঙ্গাদের অধিকার আদায়ের জন্য আন্দোলনরত সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)। তবে শুধু এই স্বীকারোক্তি যথেষ্ট নয় বলে উল্লেখ করেছে সংগঠনটি। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আরসা বলেছে, বার্মার সন্ত্রাসী আর্মি যে স্বীকারোক্তি দিয়েছে তার মাধ্যমে তাদের সন্ত্রাস, যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ প্রমাণ হয়েছে। বার্মিজ উপনিবেশবাদের ইতিহাসে এই প্রথম এমন স্বীকৃতি দেওয়া হলো। প্রসঙ্গত, সম্প্রতি মিয়ানমার আর্মির পক্ষ থেকে বলা হয়, তারা সেপ্টেম্বর মাসে আরাকান রাজ্যের মংডু শহরের পাশের ইন ডিন গ্রামে নিরাপরাধ ১০ রোহিঙ্গাকে হত্যা করে এক সঙ্গে কবর দেয়। ওই স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতেই এই বিবৃতি দেওয়া হলো। আরসা প্রধান আতাউল্লাহ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, আমরা বলতে চাই, ইন ডিন গ্রামে যে ১০ রোহিঙ্গাকে নির্মমভাবে হত্যা করে গণকবর দেওয়া হয়েছে, তারা আরসার সদস্য নয় কিংবা তাদের সঙ্গে আরসার কোনো ধরনের যোগসূত্র নেই। বিবৃতিতে বলা হয়, বার্মিজ আর্মি যা স্বীকার করেছে তা যে উপরে উল্লিখিত আন্তর্জাতিক অপরাধ তা স্পষ্ট। কিন্তু তারা সামান্য এই স্বীকারোক্তির মাধ্যমে যে দায় এড়ানোর চেষ্টা করছে তা যৌক্তিক ও গ্রহণযোগ্য নয়। বরং মিয়ানমারের সন্ত্রাসী সরকারের উচিত ইন্টারন্যাশনাল ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন কিংবা অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে বিনা শর্তে আক্রান্ত এলাকায় প্রবেশ করতে দেওয়া, যাতে তারা ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে দেখতে পারেন যে, বার্মিজ সন্ত্রাসী আর্মির দাবি ঠিক কি না। বিবৃতিতে আরো বলা হয়েছে, বরাবরের মতো এই কৌশল অবলম্বন করে বার্মিজ সন্ত্রাসী আর্মি আন্তর্জাতিক সম্প্রদায়ের বুদ্ধিবৃত্তিক দক্ষতাকে উপহাস করছে। সত্যিকার অর্থে ইন ডিন গ্রামে তারা যে অপরাধ করেছে তার দায় এড়াতেই এই কৌশল অবলম্বন করছে মিয়ানমার আর্মি। তবে, বিবৃতিতে বলা হয়, আমরা এই আন্তর্জাতিক অপরাধের ব্যাপারে আমাদের নিজস্ব তদন্ত পরিচালনা করব এবং সত্যিকার অর্থেই সেখানে কী হয়েছিল তা যথাসময়ে প্রকাশ করব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App