×

জাতীয়

বাংলা ভাষাকে ভিত্তি করেই আমাদের স্বাধীনতা : প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০১৮, ০৭:৩৪ পিএম

বাংলা ভাষাকে ভিত্তি করেই আমাদের স্বাধীনতা : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক পরিসরে বাঙালির অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির আদান-প্রদানের মাধ্যমে জ্ঞানের পরিধি আরও বিস্তৃত হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আধুনিক অগ্রসরমান বিশ্বের সঙ্গে তাল মেলাতে গিয়ে কেউ যেন মাতৃভাষাকে হারিয়ে না ফেলে। এই বাংলা ভাষাকে ভিত্তি করেই কিন্তু আমাদের স্বাধীনতা, আমাদের আত্মপরিচয়ের ঠিকানা।

আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘বাঙালি কখনো কারো কাছে মাথা নত করে না, মাথা নত করতে জানে না। কাজেই বিশ্ব দরবারে মাথা উঁচু করেই আমাদের চলতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সাহিত্য আরো গতিশীল ও সহজ হয়েছে। আমাদের সাহিত্য আরও ঋদ্ধ হবে। এই আয়োজন একদিকে নতুন সম্ভাবনাকে উন্মোচিত করবে, অন্যদিকে নিজেদের সামর্থ্যকে তুলে ধরবে।’

আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের ২২৫ জন শিল্পী-সাহিত্যিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App