×

জাতীয়

আ. লীগের ম‌নোনয়নপত্র নিলেন আতিকুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০১৮, ০৫:২৫ পিএম

আ. লীগের ম‌নোনয়নপত্র নিলেন আতিকুল

ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে (ডিএন‌সি‌সি) মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম। আজ শনিবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার প্রতিনিধিরা।

প্রতিনিধি দলে ছিলেন আতিকুল ইসলামের নির্বাচনী সমন্বয়ক এ কে এম মিজানুর রহমান (প্রয়াত মেয়র আনিসুল হকের একান্ত সচিব) ও সহকারী সমন্বয়ক ব্যরিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম, রবিউল ইসলাম রবি।

এর আগে মেয়র পদে প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়পত্র সংগ্রহ করেন রাসেল আশেকী ও আদম তমিজি হক। এছাড়া তেজগাঁও কলেজের অধ্যক্ষ শাহ আলম, মনিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেনও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হবে ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি।

দলের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ জানুয়ারি (সোমবার) সন্ধ্যা ৭টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময়। ২৫ হাজার টাকা জমা দিয়ে এবার মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে।

২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনে উপনির্বাচনে মেয়র পদে ভোটগ্রহণের তফসিল ঘোষণা করে ইসি। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৮ জানুয়ারি। প্রত্যাহারের শেষ সময় ২৯ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২১ ও ২২ জানুয়ারি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App