×

খেলা

যুব বিশ্বকাপে শনিবার নামিবিয়ার মুখোমুখি বাংলাদেশ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০১৮, ১০:৪৯ পিএম

যুব বিশ্বকাপে শনিবার নামিবিয়ার মুখোমুখি বাংলাদেশ

নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের পর্দা উঠছে শনিবার। উদ্বোধনী দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে লড়বে পাপুয়া নিউগিনির বিপক্ষে। আর ওভালের লিঙ্কন গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০টায় বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ নামিবিয়া।

যুব বিশ্বকাপের গেল আসরের আয়োজক ছিল বাংলাদেশ। ঘরের মাঠে সেমিফাইনাল খেলেছিল যুবারা। বাংলাদেশ সেমিফাইনাল থেকে বিদায় নিয়ে তৃতীয় হলেও টুর্নামেন্ট সেরা হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তাছাড়া তৃতীয় স্থান যুব বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। এবার ম্যাচ বাই ম্যাচ জিতে ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে নিউজিল্যান্ডে গিয়েছে সাইফ হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অন্যদিকে যোগ্যতার প্রমাণ দিয়ে যুব বিশ্বকাপে এসেছে নামিবিয়া।

অবশ্য নামিবিয়া ও বাংলাদেশ ময়দানি লড়াইয়ে নামার আগে তাদের প্রস্তুতি ম্যাচে সুবিধা করতে পারেনি। নিউজিল্যান্ডে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ৫৬ রানে হেরেছে আফগান যুবাদের কাছে। আর নামিবিয়া ১৯০ রানের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তানের কাছে। তবে এই টুর্নামেন্টে খেলতে আসার আগে বাংলাদেশ দল যুব এশিয়া কাপের সেমিফাইনাল খেলেছে। আর নামিবিয়া দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলেছে। অবশ্য নামিবিয়ার যুবারা সবগুলো ম্যাচেই হেরেছিল।

তবে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে। এই ম্যাচে মাঠে নামার আগে নামিবিয়ার যুবাদের বিপক্ষে ৫টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ৫টিতেই জয়ী হয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। ২০১৬ সালে যুব বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে নামিবিয়াকে মাত্র ৬৫ রানে গুড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। ৬৬ রান তাড়া করতে নেমে বাংলাদেশ মাত্র ২ উইকেট হারিয়ে জিতেছিল।

২০ বছর আগে দক্ষিণ আফ্রিকার প্রথমবার বাংলাদেশ যুব বিশ্বকাপে অংশ নিয়েছিল। এ নিয়ে একাদশতম বারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। বাংলাদেশের এনামুল হক জুনিয়র এখন পর্যন্ত এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। ২০০৪ সালে ঘরের মাঠে আয়োজিত যুব বিশ্বকাপে এনামুল হক একাই নিয়েছিলেন ২২ উইকেট! শুধু তাই নয়, এক আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকও বাংলাদেশি যুবারা। ২০১২ যুব বিশ্বকাপে এনামুল হক জুনিয়র সর্বোচ্চ ৩৬৫ রান করেছিলেন। আর ২০১৪ সালে সাদমান ইসলাম ৪০৬ রান করে ছাড়িয়ে গিয়েছিলেন বিজয়কেও।

এ নিয়ে নবমবারের মতো যুব বিশ্বকাপে খেলছে নামিবিয়া। ১৯৯৮ সালে তারা সর্বপ্রথম অংশ নিয়েছিল। সেবার ১৫তম হয়েছিল তারা। ২০১৬ সালের আগে তারা শীর্ষ দশে আসতে পারেনি। ২০১৬ সালে বাংলাদেশে আয়োজিত যুব বিশ্বকাপে তারা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ‘এ’ গ্রুপে রানার্স-আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। অবশ্য কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরেছিল তারা। পরে স্থান নির্ধারণী ম্যাচে নেপালকে হারিয়ে সপ্তম হয়েছিল নামিবিয়া। পাশাপাশি ২০১৮ যুব বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছিল তারা।

গেল কয়েকদিন ধরে নিউজিল্যান্ডে বৃষ্টিপাত হচ্ছে। আগের দুইদিন মুষলধারে বৃষ্টির কারণে প্রস্তুতি ম্যাচগুলো ভেস্তে গেছে। শনিবারও ক্রাইস্টচার্চ ও লিঙ্কনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনা কম দেখানো হয়েছে।

বাংলাদেশ দল : সাইফ হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, আমিনুল ইসলাম, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম আকন, মো. নাইম, মো. রাকিব, নাঈম হাসান, পিনাক ঘোষ, কাজী অনিক, রবিউল হক, রনি হোসেন, শাকিল হোসেন, টিপু সুলতান ও তৌহিদ হৃদয়।

নামিবিয়া দল : লোহান লওরেন্স (অধিনায়ক), হেনরি ব্রিংক, পেট্রুস বার্গার, জান-ইজাক ডি ভিলিয়ার্স, শন ফোসি, জার্গেন লিন্ডে, নিকোল লোফটি-ইটোন, গার্হার্ড লোটারিং, ইরিচ ফন মলেনড্রফ, ডেওয়াল্ড নেল, মরিশাস এনগুপিটা, বেন শিকঙ্গো, ফ্লোরিশ স্টিনক্যাম্প, রামন উইলমট ও ইবেন ফন উইক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App