×

জাতীয়

বিশ্ব ইজতেমায় ড্যাবের ফ্রি চিকিৎসা ক্যাম্প

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০১৮, ০৭:২৫ পিএম

বিশ্ব ইজতেমায় ড্যাবের ফ্রি চিকিৎসা ক্যাম্প

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের চিকিৎসাসেবা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। শুক্রবার ইজতেমা ময়দানের পূর্বপাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘেঁষে টঙ্গী ফায়ার স্টেশন সংলগ্ন এ ক্যাম্প চালু করা হয়।

বিএনপির ভাইস-চেয়ারম্যান ড্যাব মহাসচিব অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেন ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাসান উদ্দিন সরকার যৌথভাবে ফিতা কেটে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।

টঙ্গী থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. আব্দুল কুদ্দুস, ড্যাবের কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মোস্তাক রহিম স্বপন, ড্যাবের সিনিয়র যুগ্ম-মহাসচিব রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা ড্যাবের সভাপতি ডা. এ.বি.এম মুসা, সাধারণ সম্পাদক ডা. মো. কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা. শাহজাহান সিরাজ, ডা. মো. খায়রুজ্জামান। প্রসঙ্গত, প্রতি বছর টঙ্গী থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন ফারুকের ব্যবসায় প্রতিষ্ঠান বিশ্ব ইজতেমা চলাকালে বন্ধ রেখে সেখানে ড্যাবের ফ্রি চিকিৎসা ক্যাম্প চালু করা হয়। এই ক্যাম্পে ইজতিমার মুসল্লিদের বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App