×

আন্তর্জাতিক

ইউরোপীয় ইউনিয়নের ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বহাল রাখার আহ্বান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০১৮, ০৩:১৬ পিএম

ইউরোপীয় ইউনিয়নের ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বহাল রাখার আহ্বান
ইরানের সঙ্গে ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে সরে না আসার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ওই চুক্তিতে ইরানের পরমাণু কর্মসূচী সীমিত রাখার কথা বলা হয়েছে। ইরান, ফ্রান্স, জার্মানি আর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন বলেছেন, এই চুক্তিই ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে পারে। খবর বিবিসি। তিনি বলছেন, আমি মনে করিনা কেউ এর চেয়ে ভালো কোন উপায় নিয়ে আসতে পারবে। যারা এর বিরোধিতা করছে, তারা আরও ভালো সমাধান নিয়ে আসুক, কারণ আমরা এরকম কিছু কখনো দেখতে পাইনি। ওই চুক্তি থেকে সরে আসতে বা সংশোধন করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ওই চুক্তিটি যুক্তরাষ্ট্রের জন্য একতরফা ভাবে বাজে বলে তিনি মনে করেন। তিনি ইরানের উপর পুনরায় অবরোধ আরোপেরও হুমকি দিয়েছেন। তবে ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফ্রেডেরিকা মোঘেরিনি বলছেন, এই চুক্তিটি কাজ করছে, ইরানের পরমাণু কর্মসূচীর উপর আন্তর্জাতিক সম্প্রদায় ভালোভাবে নজরদারি করতে পারছে। এরকম একটি চুক্তি রক্ষা করতে বিশ্ব সম্প্রদায়ের এক থাকা দরকার, যা বিশ্বকে নিরাপদ করতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত মঙ্গলবারই জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি চুক্তিটি থেকে সরে যায় তাহলে তারাও এর উপযুক্ত আর ওজনদার জবাব দিতে প্রস্তুত আছে। যদিও ইরান বরাবরই দাবী করে আসছে যে, শান্তিপূর্ণ উদ্দেশেই তারা তাদের পারমানবিক কর্মসূচী পরিচালনা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App