×

জাতীয়

পৃথক সড়ক দুর্ঘটনায় সারাদেশে ছয়জন নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০১৮, ১১:৪৩ এএম

পৃথক সড়ক দুর্ঘটনায় সারাদেশে চারজন নিহত হয়েছেন। যশোর,দিনাজপুর, গাজীপুর,চট্টগ্রাম,নারায়ণগঞ্জ ও সিলেটে এসকল পৃথক দুর্ঘটনা ঘটে। যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় টিটন ঢালী (৪৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শার্শা-গোগপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক উপজেলার কেরালখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে। পুলিশ জানায়, একটি ট্রাক দ্রুতগতিতে শার্শার দিকে আসছিলো। এ সময় গোড়পাড়া বাজারের মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা ভ্যান চালক টিটন ঢালীকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকার নিচে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, ঘাতক ট্রাক ও চালক শহিদুলকে আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের প্রস্তুতি চলছে। দিনাজপুর সদর উপজেলার বাশেরহাট ব্র্যাক ট্রেনিং সেন্টার সংলগ্ন এলাকায় ট্রাক্টরের ধাক্কায় মো. মিজানুর রহমান পাটোয়ারি (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দিনগত রাত ১০টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে। নিহত মিজানুর জেলার বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে। দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সীতাকুণ্ডে একটি কনটেইনার ডিপোতে লরির ধাক্কায় আবুল কালাম নামে (৫০) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সীতাকুণ্ড উপজেলায় ফুডল্যান্ড লজিস্টিক নামে একটি কন্টেইনার ডিপোতে এই দুর্ঘটনা ঘটেছে। আবুল কালাম সিলেটের জকিগঞ্জ উপজেলার আজম মোল্লার ছেলে। সীতাকুণ্ডের ভটিয়ারি এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, একই প্রতিষ্ঠানের কন্টেইনারবাহী একটি লরি নিরাপত্তাকর্মীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ওই নিরাপত্তাকর্মী। গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ট্রাক চাপায় বিপ্লব মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দিনগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিপ্লব বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালামপুর এলাকার শহিদুল মণ্ডলের ছেলে। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই)নেপাল চন্দ্র সরকার জানান, ওই মহাসড়কের পাশে অস্থায়ী একটি দোকানে ডিজেল বিক্রি করছিলেন বিপ্লব মিয়া। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার দোকানের উপর উঠে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার পূর্বাচল উপশহরের কাঞ্চন-কুড়িল বিশ্বরোডের পর্শি বৌরারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল হক বাংলানিউজকে জানান, সকালে পর্শি বৌরারটেক এলাকায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। সিলেটে প্রাইভেটকার-হিউম্যান হলার (লেগুনা) সংঘর্ষে রাহেল আহমদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রাহেল আহমদ লেগুনা চালক ও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউতগাও লালপুরের এলাইছ মিয়ার ছেলে। বৃহস্পতিবার সকালে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের কটালপুরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে ফেঞ্চুগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) অমৃত বলেন, সিলেটগামী প্রাইভেটকার (ঢাকা মেট্টো গ-১১-৯৭১০) সঙ্গে দাঁড়িয়ে থাকা একটি হিউম্যান হলারের (সিলেট-প-০৫-০৩২৮) সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনা চালক রাহেল নিহত হয়

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App