×

জাতীয়

নির্বাচন বানচাল করার মতো শক্তি বিএনপির নেই: মায়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০১৮, ০৭:৫৭ পিএম

নির্বাচন বানচাল করার মতো শক্তি বিএনপির নেই: মায়া

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না এলে অস্তিত্ব সংকটে পড়বে। আওয়ামী লীগের অধীনে নির্বাচনে আসা ছাড়া বিএনপির আর কোনো উপায় নেই। কারণ নির্বাচন বানচাল করার মতো সাংগঠনিক শক্তিও নেই বিএনপির।

বৃহস্পতিবার দুপুরে মতলব উত্তর উপজেলার আলী আহম্মদ মিয়া বহুমূখী মহাবিদ্যালয় মাঠে তুরস্কের দিয়ানেট ফাউন্ডেশনের ত্রাণ সামগ্রী বিতরণের আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহনপুর ইউপির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুলের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সঞ্চালনায় ত্রাণমন্ত্রী আরো বলেন, তুরস্ক আমাদের দেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের খুবই আন্তরিকতার সাথে সহযোগিতা করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তুর্কি দিয়ানেট ফাউন্ডেশনের কো-অডিনেটর ইব্রাহীম কার্লোস কামিলো, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জজ, আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রকৌশলী ইফতেখার হোসেন মাসুদ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App