×

আন্তর্জাতিক

সেনেগালে বন্দুকধারীদের হামলায় ১৩জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০১৮, ১০:৪৬ এএম

সেনেগালে বন্দুকধারীদের হামলায় ১৩জন নিহত
বন্দুকধারীদের হামলায় সেনেগালের বিরোধপূর্ণ দক্ষিণাঞ্চল কাসামান্সে ১৩ জন নিহত ও সাতজন আহত হয়েছেন। হাসপাতাল সূত্র জানিয়েছে তাদের সবাইকে গুলি ও শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে। বিবিসি ও রয়টার্স জানায়, শনিবার কাসামান্সের একটি জঙ্গলে একদল বন্দুকধারী এ হামলা চালায়। তবে কারা এ হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে দেশটির সেনাবাহিনীর দাবি, সম্প্রতি কারাগার থেকে এমডিএফসির দুই সদস্যের মুক্তির সঙ্গে এ ঘটনার যোগসূত্র থাকতে পারে। সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, বোরোফায়ে শহরের কাছের একটি জঙ্গলে কাঠ কুড়াতে যাওয়া কিছু বেসামরিক মানুষের ওপর এ হামলা হয়েছে। তবে কারা ও কি উদ্দেশে এ হামলা করেছে তা জানা যায়নি। সেনেগালের কাসামান্স রাজ্য দীর্ঘদিন ধরে অশান্ত। স্বাধীনতার দাবিতে আন্দোলনরত মুভমেন্ট অব ডেমোক্রেটিক ফোর্সেস অব কাসামান্সের (এমডিএফসি) সঙ্গে সরকারি বাহিনীর দীর্ঘদিন ধরে লড়াই চলছে। এতে এক সময়ের পর্যটন সমৃদ্ধ কাসামান্সে হাজারো লোকের প্রাণহানি ঘটেছে। কয়েকদিন আগে নতুন বছরের স্বাগত ভাষণে সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি স্যাল বিদ্রোহীদের প্রতি সংলাপের আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App