×

তথ্যপ্রযুক্তি

ফোনের থার্ডপার্টি কি-বোর্ড কতটা সুরক্ষিত?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০১৮, ০১:০০ পিএম

ফোনের থার্ডপার্টি কি-বোর্ড কতটা সুরক্ষিত?
স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিজস্ব কি-বোর্ডের সঙ্গে থাকে কিছু থার্ড-পার্টি কি-বোর্ড অ্যাপ। সুরক্ষার দিক থেকে এই কি-বোর্ডগুলি আপনার প্রতিটি কি-স্ট্রোক প্রসেস করতে পারে। যেকোন থার্ড পার্টি কি-বোর্ড ডাউনলোড করার আগে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। থার্ড পার্টি কি-বোর্ডের অন্যতম প্রধান সমস্যা হল আপনি কি টাইপ করছেন সব ডাটা তারা ডেভেলপার সার্ভারে পাঠিয়ে দেন। আপনি পার্মিশান গ্রান্ট করে দিলে আপনার ফোনের লোকেশান, অ্যাড্রেস বুক, কি-স্ট্রোক সব পৌঁছে যায় ডেভেলপারের কাছে। যদিও বেশিরভাগ অ্যাপ এই কি-স্ট্রোক পাঠায় ইউজার এক্সপিরিয়েন্স ইম্প্রুভ করার জন্য। যার ফলে টাইপ করতে আরও সুবিধা হয় ব্যবহারকারীর। আসুন জেনে নেওয়া যাক বিভিন্ন থার্ড পার্টি কি-বোর্ডের সিকিউরিটি স্টেটমেন্ট। জিবোর্ড গ্রাহকদের অন্যতম পছন্দের কি-বোর্ড এটি। এই মাধ্যমে কি-বোর্ডের মধ্যেই করে ফেলা যায় গুগুল সার্চ। এই অ্যাপ ব্যাবহারের আগে ব্যবহারকারীকে ফোনের ডাটা ব্যাবহারের অনুমতি দিতে হয়। যদিও গুগুল জানিয়েছে এই ডাটা তাদের সার্ভারে পৌঁছায় না। ফ্লেক্সি ফ্লেক্সি এই অ্যাপ ইনস্টলের সময় ডাটা কালেক্সানের অপশান বন্ধ থাকে। ব্যবহারকারী নিজের থেকে সেটি অন করলে তবেই অন হয় এই অপশন। যদিও ডাটা পাঠানোর সময় এনক্রিপ্ট করে ডাটা পাঠায় কোম্পানি। সুইফটকি মাইক্রোসফটের এই কি-বোর্ড অ্যাপে হাই লেভেল সিকিউরিটি পাওয়া যায়। যারা সুইফটকি ক্লাউড ফিচার ব্যবহার করেন, এই ফিচারটি ব্যবহৃত হয় ওয়ার্ড প্রিডিকশান আরও ভালো করতে। যদিও পাসওয়ার্ড কখনই সেভ হয় না এই কি-বোর্ডগুলিতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App