×

খেলা

পাকিস্তানের রাজ্জাক হলেন এমসিসির আজীবন সদস্য

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০১৮, ০১:২৩ পিএম

পাকিস্তানের রাজ্জাক হলেন এমসিসির আজীবন সদস্য
মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্য হলেন পাকিস্তানের সাবেক অল-রাউন্ডার আব্দুর রাজ্জাক। ক্রিকেটের কিংবদন্তি তারকাদের আজীবন সদস্য হিসেবে তালিকাভুক্ত করে থাকে এমসিসি। যদিও রাজ্জাকের ক্যারিয়ার খুব একটা বড় ছিল না। তার পরও ব্যাট-বলের দারুণ পারফর্মেন্সে ক্রিকেটবিশ্ব দাপিয়ে বেড়িয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতাতে ২০০৯ সালে পাকিস্তানের হয়ে অসাধারণ পারফর্মেন্স দেখান এই খেলোয়াড়। তার ক্যারিয়ার ঘেঁটে দেখা যায়, ২৬৫টি ওয়ানডে এবং ৪৬টি টেস্ট খেলেছেন তিনি। সব ধরনের ক্রিকেট থেকে ২০১৬ সালে অবসরে যান তিনি। সব ধরনের ফরম্যাটে সর্বমোট ৭৪১৯ রান করেন তিনি। এ ছাড়া ৩৮৯ উইকেট নেন। অসাধারণ ক্যারিয়ারের ছোট এক স্বীকৃতি পেলেন পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা অল-রাউন্ডার। পাকিস্তানের সাবেক তিন ক্রিকেটার এমসিসি ক্লাবের আজীবন সদস্য হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App