×

আন্তর্জাতিক

উস্কানিমুলক বক্তব্য দেয়ায় মমতার বিরুদ্ধে মামলা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০১৮, ০৬:৩০ পিএম

উস্কানিমুলক বক্তব্য দেয়ায় মমতার বিরুদ্ধে মামলা

ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আসাম রাজ্যে চালানো নাগরিকদের নিবন্ধন কার্যক্রম প্রশ্নে উস্কানিমুলক বক্তব্য দেয়ার অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। শুক্রবার এক পুলিশ কর্মকর্তা একথা জানিয়েছেন। সংবাদ সংস্থা সিনহুয়া এ কথা জানায়।

ওই পুলিশ কর্মকর্তা জানান, ভারতীয় পেনাল কোডের অনুচ্ছেদ ১৫৩(এ)’র আওতায় তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

মমতা ব্যানার্জী তার নিজ রাজ্যে এক রাজনৈতিক সমাবেশে নাগরিকদের নিবন্ধন কার্যক্রমের কঠোর সমালোচনা করার একদিন পর বৃহস্পতিবার পুলিশ এ মামলা দায়ের করে।

তিনি বুধবার বীরভূম জেলার এক জনসভায় অভিযোগ করে বলেন, নিবন্ধন খাতা থেকে নাম বাদ দেয়ার মাধ্যমে আসাম থেকে বাঙ্গালিদের বিতাড়নের ষড়যন্ত্র করা হচ্ছে। বাঙ্গালিদের পক্ষে এভাবে মুখ খোলায় আসামের বিভিন্ন স্থানে মমতার বিরুদ্ধে আন্দোলন, প্রতিবাদ মিছিল ও সমাবেশ হচ্ছে।

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিও তার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App