×

আন্তর্জাতিক

কেনিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৬

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৭, ০৯:৫৬ পিএম

কেনিয়ায় মিগা এলাকার কাছের সড়কে যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছে।

বিবিসি জানায়, স্থানীয় সময় রোববার ভোররাতের দিকে নাকুরু-এলদোরেত মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পশ্চিমের শহর বুসিয়া থেকে রাজধানী নাইরোবিগামী ওই বাসটিতে ৪৬ জন যাত্রী ছিল।

বাসটি ভুল লেন ধরে দ্রুতগতিতে চলছিল বলে জানিয়েছেনে স্থানীয় কর্মকর্তারা।

বেঁচে যাওয়া এক যাত্রী স্থানীয় একটি রেডিওতে বলেন, “যখন দুর্ঘটনা ঘটে আমি ঘুমিয়ে ছিলাম। আমি প্রচণ্ড শব্দ শুনতে পাই এবং সাহায্য পাওয়ার আগ পর্যন্ত শুধু প্রাণপণে চিৎকার করেছি।”

ডিসেম্বরে এটিই সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এবং উভয় গাড়ির চালকই প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

টুইটারে কেনিয়া রেডক্রস কর্তৃপক্ষ জানায়, বাসের গুরুতর আহত ১৮ যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তাদের ছয় জন মারা গেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, সড়কে বিশ্বের সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটা দেশগুলোর একটি কেনিয়া।

নাকুরু-এলদোরেত মহাসড়কে গত কয়েক সপ্তাহে সড়ক ‍দুর্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে বলে ধারণা পুলিশের।

রোববারের এ দুর্ঘটনার পর দেশটির জাতীয় পরিবহন ও সুরক্ষা কর্তৃপক্ষ রাতে দূরপাল্লার বাস চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে।

এ মাসের শুরুতে কেনিয়া কর্তৃপক্ষ দুর্ঘটনা কমাতে ২০১৮ সালে দেশটির সড়কগুলোতে রোড-ডিভাইডার বসানোর ঘোষণা দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App