×

তথ্যপ্রযুক্তি

পিক্সেল সি বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে গুগল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৭, ০৪:১৫ পিএম

একমাত্র ট্যাবলেট পিক্সেল সি বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে গুগল। ঘোষণার পর গুগল প্লে স্টোরে পিক্সেল সি এর স্থানে বসানো হয়েছে পিক্সেলবুক।ট্যাবলেট বা হাইব্রিডের জন্য অ্যান্ড্রয়েড নয়, ক্রোম ওএসই ভবিষ্যত হিসেবে দেখছে গুগল তা নতুন নয়। কিছুদিন আগে ক্রোম ওএসের মধ্যে অ্যান্ড্রয়েড অ্যাপ চালানোর সুবিধা যুক্ত করার পরই সবাই ধরে নিয়েছিলেন বড় স্ক্রিনের জন্য গুগল ক্রোম ওএস তৈরির দিকেই নজর দিবে।তার মানে অ্যান্ড্রয়েড ট্যাবলেট তৈরি একেবারেই বন্ধ হয়ে যাবে তা নয়, শুধু তারা নিজ থেকে আর তা তৈরি করবে না। তবে পিক্সেল সি আগামীতে আপডেট পাবে বলে আশ্বস্ত করেছে গুগল।ট্যাবলেট বাজারে অ্যান্ড্রয়েড কখনোই বড় স্থান করে নিতে পারেনি। প্রায় সবাই অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে বড় স্ক্রিনের ফোন হিসেবেই আখ্যা দেন।এবার ক্রোম ওএস ব্যবহারের ফলে পিসি ও ফোনের মাঝামাঝি ডিভাইসের বাজারটিতে গুগল নিজেদের অবস্থান আরও শক্ত করে নেবে সন্দেহ নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App