×

জাতীয়

জঙ্গি নেতা আবু সাঈদ সাত দিনের রিমান্ডে

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৭, ০৮:৪৬ পিএম

বগুড়ায় দক্ষিণাঞ্চলের জেএমবি’র প্রধান সুরা সদস্য ও ভারতের মোস্ট ওয়ান্টেড আসামি আবু সাঈদ ওরফে কারীম ওরফে তালহা ওরফে শ্যামলকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ২০১৫ সালে ১৭ আগস্ট বাংলাদেশে সিরিজ বোমা হামলায় আদালত তাকে মৃত্যুদণ্ড দেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী সাংবাদিকদের এ কথা জানান।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে জেএমবি নেতা আবু সাঈদকে বগুড়ার জ্যেষ্ঠ সহকারী বিচারিক হাকিম আবু রায়হানের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়।

শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান সনাতন চক্রবর্তী।

আবু সাঈদের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরচাঁদপুর গ্রামে। তার হাত ধরে নব্য জেএমবি নেতা সোহেল মাহফুজসহ অনেক গুরুত্বপূর্ণ নেতা জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে পুলিশ দাবি করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App