×

আন্তর্জাতিক

সিরিয়ায় সন্ত্রাসবিরোধী লড়াই চলবে : পুতিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৭, ১২:২৯ পিএম

সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রাতে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই ঘোষণা দেন। পুতিন বলেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধে এখন আর সিরিয়ার আগের মতো ব্যাপক সহায়তার প্রয়োজন নেই। কিন্তু তারপরও সন্ত্রাস নির্মূল অভিযানে সিরিয়ার সেনাবাহিনীর পাশে থাকবে রাশিয়া। সিরিয়া থেকে রাশিয়া তার বেশিরভাগ সেনা সরিয়ে নিলেও এখনো দেশটিতে রাশিয়ার দুইটি সামরিক ঘাঁটি বহাল রয়েছে। হামিমিমে রয়েছে রাশিয়ার বিমান ঘাঁটি এবং তারতুস বন্দরে রয়েছে একটি রুশ নৌঘাঁটি। ২০১১ সালে উগ্র জঙ্গি গোষ্ঠীগুলো সিরিয়ায় আগ্রাসন চালায়। মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে ইসরাইলের অনুকূলে নেয়ার লক্ষ্যে ওই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে লেলিয়ে দেয়া হয়েছিল। সম্প্রতি আইএসের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে সিরিয়ার সেনাবাহিনী। সিরিয়া সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা দেয়ার জন্য ইরান ও রাশিয়ার প্রতি অনুরোধ জানানোর পর দেশ দুটি সহায়তা করে। সিরিয়ার সেনাবাহিনী রাশিয়ার প্রত্যক্ষ সামরিক সহযোগিতা এবং ইরানের সামরিক উপদেষ্টাদের সহায়তায় উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসকে পরাজিত করতে সক্ষম হয়েছে। বর্তমানে সিরিয়ার কোনো শহর বা এলাকা আইএসের নিয়ন্ত্রণে নেই। কিন্তু তারপরও দেশটির দেইর আজ-জোর ও হোমস প্রদেশের মরুভূমিতে কিছু আইএস জঙ্গি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App