×

আন্তর্জাতিক

ফ্লোরিডায় কুয়াশার কবলে পড়ে প্লেন বিধ্বস্তে ৫ জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৭, ০৪:৫৬ পিএম

উড্ডয়নকালে ঘন কুয়াশার কবলে পড়ে যুক্তষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে দুই ইঞ্জিন-বিশিষ্ট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে ওই উড়োজাহাজের পাঁচ আরোহীই নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৪ ডিসেম্বর) সকালে ফ্লোরিডার বার্তো শহরের মিউনিস্যাপাল এয়ারপোর্টে এ দুর্ঘটনা ঘটে। আরোহীরা একই পরিবারের সদস্য, কেবল একজন তাদের স্বজন। পারিবারিক কোনো ভ্রমণে বের হয়েছিলেন তারা। স্থানীয় পুলিশ কর্মকর্তা গ্র্যাডি জুড সংবাদ সম্মেলনে বলেন, ঘন কুয়াশার কারণে উড়োজাহাজটি উড়তে গিয়ে আছড়ে পড়ে। এতে বাহনটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় কেউই বাঁচতে পারেননি। তিনি বলেন, সকালের কিছু ভিডিওচিত্র পর্যবেক্ষণ করে দেখেছি, পুরো এয়ারপোর্ট ছিল তীব্র কুয়াশার কবলে। এই অবস্থায় সকাল সোয়া ৭টার দিকের কারোরই উচিত ছিলো না উড়োজাহাজ উড্ডয়ন করার। নিহত পাঁচজন হলেন- উড়োজাহাজের পাইলট ৭০ বছর বয়সী জন শ্যানন, তার কন্যা অলিভিয়া শ্যানন (২৪) ও ভিক্টোরিয়া শ্যানন (২৬), ভিক্টোরিয়ার স্বামী পিটার ওর্থিংটন (২৭) এবং তাদের পারিবারিক বন্ধু ক্রিস্টা ক্লাইটন (৩২)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App