×

আন্তর্জাতিক

ব্রিটিশ পাসপোর্টের রং হবে নীল: ব্রিক্সিট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৭, ০৩:৪৫ পিএম

অক্টোবর ২০১৯ পর হতে ইইউ সদস্যপদ অধীনে ব্রিটিশ পাসপোর্টের বর্তমান লাল রং পরিবর্তন হয়ে গাঢ় নীলের সঙ্গে সোনালি লেখা পাসপোর্ট প্রতিস্থাপন হতে যাচ্ছে। ব্রিটিশ হোম অফিস জানায় প্রতি পাঁচ বছর নিয়মিতভাবে পাসপোর্ট পুনরায় ডিজাইন করে এবং গাঢ় নীল সংস্করণ আগামী বছরের শরৎকালে চলে আসবে যখন বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। কোন পাসপোর্টের কত ক্ষমতা? ১৯২১  সালে প্রথম ব্যবহার করা নীল রঙের পাসপোর্ট, ব্রেক্সিট এমপিদের একটা প্রচারণার অংশই ছিল যে তারা আবার নীল কাভারের পাসপোর্ট ফিরিয়ে আনবে। সেক্ষেত্রে ব্রিক্সিটের সমর্থকদের দ্বারা সেই সমর্থ হয়েছে বলে তারা বিজয় প্রকাশ করছে। হোম অফিস বলেছে যে ব্রিটিশ পাসপোর্টধারীদের তাদের বর্তমান পাসপোর্ট পুন:বীকরণের তারিখের আগে কোনো পদক্ষেপ নিতে হবে না এবং সরবরাহকারীর নিযুক্ত হওয়ার সময় ২০১৯ সালের বসন্তে আরও বিস্তারিত প্রকাশ করতে হবে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App