×

খেলা

আঙুল কেটে ফেললেন রাগবি খেলোয়াড় ক্রিচটন!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৭, ০১:৪৬ পিএম

খেলার মাঠে যার মন একবার চলে যায় সহসা তাকে ফেরানো কঠিন। মাঠে দীর্ঘদিন দাপিয়ে বেড়ানোর জন্য সে সর্বোচ্চ চেষ্টাটাই করে থাকে। দীর্ঘ সময় ঘুমের অভ্যাস ত্যাগ করা, প্রিয় খাবারের লোভ সামলানো কিংবা পরিবারের কাছে থেকে দূরে থাকাসহ কত কিছুই না করে খেলোয়াড়রা।  তাই বলে নিজের আঙুল কেটে ফেলা! এটাও কি সম্ভব? অস্ট্রেলিয়ার রাগবি খেলোয়াড় অ্যাঙ্গাস ক্রিচটন সম্প্রতি এই কাণ্ড ঘটিয়েছেন! বাঁ হাতের ওই আঙুলের জন্য নাকি খেলতে অসুবিধা হচ্ছিল তার। ২১ বছর বয়সী এই তারকা বাঁ হাতের মধ্যমা ভাঁজ করতে পারতেন না। ক্যারিয়ারের শুরুতে একটি পেশি ছিঁড়ে যাওয়ার পর থেকেই তার এ সমস্যা হচ্ছে। বেশ কয়েকটি সার্জারি করেও কোনো লাভ হয়নি। উল্টো বারবার সেই আঙুলে ইনজুরির শিকার হচ্ছিলেন তিনি। এই সমস্যা সমাধানে এবার আঙুল কেটে ফেললেন ক্রিচটন। কারণ নতুন করে সার্জারি করতে গেলে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে। এছাড়া এর আগেও ৪ বার অপারেশন টেবিলে যেতে হয়েছিল ক্রিচটনকে। এতে বারবার মাঠের বাইরে যেতে হওয়ায় বেচারার ক্যারিয়ারটাই পড়ে গিয়েছিল হুমকির মুখে। বিরক্ত হয়ে ক্রিচটন তাই এবার নিজে উদ্যোগী হয়েই আঙুল কেটে ফেললেন। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, 'আমার বাঁ হাতের মাঝের আঙুলে কোনো গাঁট ছিল না। কিন্তু আমি এটা ভাঁজ করতে পারি না। মুঠো বন্ধ করলেই ওই আঙুলটা বেরিয়ে আসে। কিছুদিন আগে তার বেঁধে নড়াচড়ার ব্যবস্থা (ফিউজ) করেছিলাম। ডাক্তার বলেছে হয় অর্ধেক কেটে ফেলতে হবে অথবা 'ফিউজ' করতে হবে। আমি বারবার আঙুলটা ভেঙেছি তাই এর আগেও বেশ কয়েকবার ফিউজ করতে হয়েছে। কিন্তু এবার আমি এটা কেটে ফেলছি কারণ এ নিয়ে আমি বিরক্ত। ' রাগবি খেলোয়াড়দের মধ্যে আঙুল কাটার ঘটনা এটাই প্রথম না। এর আগেও ২০০২ সালে ড্যানিয়েল চিক এবং ২০০৫ সালে ব্রেট ব্যাকওয়েল নামে আরও দুই বিখ্যাত খেলোয়াড়ও আঙুল কেটে ফেলেছিলেন ক্যারিয়ার লম্বা করার জন্য। ক্রিচটনের ক্যারিয়ার দীর্ঘায়িত হোক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App