×

জাতীয়

হাইকোর্টের সামনে পুলিশ-বিএনপি সংঘর্ষ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৭, ০৬:১৫ পিএম

রাজধানীর হাইকোর্ট মাজার গেটের সামনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরান ঢাকার বকশীবাজারের আদালতে হাজিরা দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর মাজারের সামনে আসলে হাইকোর্টে অবস্থান করা দলের নেতাকর্মীরা বের হতে চান। এ সময় পুলিশ তাদের বাধা দিলে বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ লাঠি চার্জ করে।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার বেলা ১১টা ৭মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর আদালত প্রাঙ্গণে পৌঁছায়। পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার পাঁচ নম্বর বিশেষ আদালতে মামলার যুক্তিতর্ক উপস্থাপন হয়।বিকেল ৪টায় পুরান ঢাকার বকশীবাজার আদালত থেকে গুলশানের বাসভবন থেকে রওনা করেন বেগম জিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App