×

তথ্যপ্রযুক্তি

রাইজেনের নতুন ল্যাপটপ চ্যালেঞ্জ করবে ইন্টেলকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৭, ০৩:৪৫ পিএম

ডেস্কটপের পর মোবাইলেও ইন্টেলকে চ্যালেঞ্জ করতে আসছে এএমডির রাইজেন প্রসেসর।রাইজেন৫ ২৫০০ইউ মডেলের সিপিউটি ৮ম প্রজন্মের ইন্টেল কোর আই৫ ৮২৫০ইউ প্রসেসরের সমান কাজ করতে সক্ষম।নতুন এ প্রসেসর ব্যাটারির ওপর প্রায় একই রকম চাপ ফেললেও এটিতে ব্যবহৃত রেডিওন ভেগা ৮ জিপিউ ইন্টেল এইচডি গ্রাফিক্সের চেয়ে বেশ এগিয়ে রয়েছে।একই ব্যাপার দেখা গিয়েছে রাইজেন ৭ ২৭০০ইউ প্রসেসরের ক্ষেত্রেও।তবে ইন্টেলের এইচ সিরিজ ল্যাপটপ সিপিউর বিপরীতে মার্কিন কোম্পানি এএমডি আনতে যাচ্ছে রাইজেন ৩ ২২০০জি ও রাইজেন ৫ ২৫০০জি।প্রসেসর দুটিতেও থাকছে রেডিওন ভেগা গ্রাফিক্স ও চারটি প্রসেসর কোর। ব্যাটারি ব্যবহার করবে ঠিক ইন্টেলের সমান।প্রসেসরগুলো ২০১৮ সালের শুরুতে বাজারে আনবে এএমডি।এর মধ্যে দিয়ে মাঝারি মূল্যের গেমিং ল্যাপটপের বাজারে ইন্টেল ও এএমডির লড়াই ২০১৮ সালে বেশ জমে উঠবে সন্দেহ নেই

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App