×

আন্তর্জাতিক

ফ্রান্সে বাস-ট্রেন সংঘর্ষ, নিহত ৬

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৭, ০৬:৩৫ পিএম

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ট্রেনের সঙ্গে স্কুলবাসের ধাক্কায় ছয় শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৮ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার পারপিগনান শহরের কাছে মিলাস ও সেইন্ট ফেলিউ ড অমন্ট ক্রসিংয়ের মাঝে এ দুর্ঘটনা ঘটে। বিবিসি জানিয়েছে, বাসটি কাছের একটি স্কুল থেকে শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছিল। আর ট্রেনটি ঘন্টায় ৮০ কিলোমিটার গতিতে যাচ্ছিল। দুর্ঘটনার পাওয়া ছবিতে দেখা গেছে, দুর্ঘটনার প্রচণ্ডতায় বাসটি দ্বিখন্ডিত হয়ে গেছে। ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান এনএনসিএফ জানিয়েছে ‍দুর্ঘটনার সময় ওই পথে ট্রেনের লেভেল ক্রসিং নামানো ছিল। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মধ্যে চার শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। শুক্রবার সকালে গুরুতর আহত ১১ বছেরের দুই শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনাকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে নিহতদের প্রতি শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তদন্ত কর্মকর্তারা দুর্ঘটনার কারণ জানতে বাস ও ট্রেন চালককে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App