×

আন্তর্জাতিক

সিরিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে রাশিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৭, ১২:৫৬ পিএম

সিরিয়া থেকে আংশিক সেনা প্রত্যাহার শুরু করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেরগেই ‍শইগু সৈন্য প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার সিরিয়া সফরকালে সেখান থেকে আংশিক সৈন্য প্রত্যাহারের নির্দেশ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে কত দিনে সৈন্যদের পুরোপুরি রাশিয়ায় ফিরিয়ে নেওয়া হবে, তা স্পষ্ট নয়। সিরিয়ার সার্বিক পরিস্থিতির ওপর ওই সিদ্ধান্ত নির্ভর করছে বলে রুশ পররাষ্ট্রমন্ত্রী। বিবিসির খবরে বলা হয়, গতকাল সোমবার সিরিয়ার লাতাকিয়া এলাকায় সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সঙ্গে দেখা করেন পুতিন। সেখানে পুতিন বলেন, ‘আমি সিরিয়া থেকে রাশিয়ান সেনাদের তাদের স্থায়ী ঘাঁটিতে ফিরিয়ে নেওয়ার জন্য প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছি।’ রাশিয়ার প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে, সিরিয়ায় অবস্থানরত রাশিয়ান সৈন্যদের একাংশকে দেশে ফিরিয়ে নেওয়া হবে।’ এর আগেও ২০১৬ সালে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিলেন পুতিন। তবে সেই আশ্বাস বাস্তবতার মুখ দেখেনি। ২০১৫ সালে আসাদের পক্ষে সিরিয়ায় লড়াইয়ে নামে রাশিয়ান সেনারা। সরকারবিরোধী বিদ্রোহীদের ওপর সিরিয়ার সেনাদের সঙ্গে হাত মিলিয়ে একের পর এক বিমান হামলা চালায় তারা। সিরিয়ার মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, বিভিন্ন সময়ে রাশিয়ার বিমান হামলায় এক হাজার ৫৩৭ শিশুসহ কমপক্ষে ছয় হাজার ৩২৮ সিরিয়ান নিহত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App