×

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ট্রাম্প বিরোধী বিক্ষোভ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০৬ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে আজ শুক্রবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরসহ অন্যান্য প্রদেশে ট্রাম্প বিরোধী বিক্ষোভ করেছেন মালয়েশিয়ানরা। দেশটির প্রধানমন্ত্রী নাজিব তুন রাজ্জাক ও এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র বিরোধীতা করছি। এদিকে আজ শুক্রবার জুমাআ'র নামাজের পর রাজধানী কুয়ালালামপুরে প্রায় পাঁচ হাজার মানুষের অংশগ্রহণে এক প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী খাইরি জামাল উদ্দিন সহ সরকার দলীয় বেশ কয়েকজন নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন। এসময় বক্তারা ট্রাম্পের এমন জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করেন । তারা বলেন আমরা আশা করি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুভ বুদ্ধির উদয় হবে এবং ট্রাম্প এমন জনবিরোধী সিদ্ধান্ত অনিতিবিলম্বে বাতিল করবে । অন্যথায় অতীতের ন্যায় মুসলিমদের হৃদয়ে আঘাত হানে এমন ন্যাক্কারজনক ঘটনার জবাব দেওয়ার জন্য মালয়েশিয়া সবসময় প্রস্তুত ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App