×

অর্থনীতি

বিভিন্ন সংস্কারে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার : বাণিজ্যমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৭, ০৪:৫১ পিএম

বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিভিন্ন সংস্কারে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। যার প্রভাব পড়েছে বিনিয়োগকারীদের আস্থায়ও বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার দুপুর ২টায় ক্যাপিটাল মার্কেট এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা থাকলে অর্থনীতির চাকাও সচল হয়। বর্তমান সরকারের আমলে রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা থাকায় অর্থনীতি ও পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। তবে ব্যাংকিং খাতের প্রতি আমাদের সবার সতর্ক থাকতে হবে। অনুষ্ঠানে সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, আমাদের প্রত্যেককে আরো সৎ হতে হবে। মেয়র আনিসুল তার সততা দিয়ে দেশের মানুষের মনে স্থান করে নিয়েছেন। সৎ ব্যক্তি হওয়ায় তিনি পারিপার্শ্বিক চাপকে অতিক্রম করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উন্নয়ন করছেন। মন্ত্রী বলেন, আমরা সৎ হলে দেশের প্রত্যেকটি খাতেরই উন্নয়ন হবে। যার ধারাবাহিকতায় আমরা ২০২১ সালে ডিজিটাল মধ্যম আয়ের দেশে পরিণত হবে। পুঁজিবাজারের উন্নয়নে অর্থ মন্ত্রণালয়কে বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে প্রচুর বহুজাতিক কোম্পানি রয়েছে, তাদের অনেকই পুঁজিবাজারে নেই। যারা আছে তাদের সামান্য শেয়ারবাজারে অফলোড হয়েছে। এসব কোম্পানির বিরুদ্ধে অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্মানিত অতিথি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান ড. এ কে আবদুল মোমেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এ এম মাজেদুর রহমান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাক আহমেদ ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের ছায়দুর রহমান। এতে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠান অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান। এছাড়াও এক্সপোতে ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ক্রেডিট রেটিং এজেন্সি, অডিট ফার্ম এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসহ বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। এর আগে পুঁজিবাজারে নতুন ব্র্যান্ডিং আর সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ স্টেকহোল্ডারদের নিয়ে বর্ণাঢ্য এ মেলার আয়োজন করা হয়। তৃতীয়বারের মতো আয়োজিত ৩ দিনের এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। এক্সপোতে প্রবেশের জন্য কোনো টিকিট লাগবে না। এছাড়াও প্রবেশ কুপনের র্যাফেল ড্রতে মোটরসাইকেল, মোবাইলসহ মূল্যবান সব পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এক্সপোতে প্রতিদিনই থাকবে পুঁজিবাজার ও অর্থনীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ সেমিনার ও কর্মশালা। ৭ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে থাকবে বিদ্যুৎ খাত নিয়ে বিশেষ আলোচনা। এতে তালিকাভুক্ত চার বিদ্যুৎ কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা অংশ নেবেন। এক্সপোর দ্বিতীয় দিন ৮ ডিসেম্বর শুক্রবার সকাল ১০.৩০টায় অনুষ্ঠিত হবে বিনিয়োগের কলাকৌশল বিষয়ক আলোচনা। ওইদিন বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ‘এফআরসি ও শেয়ারবাজার : প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি থাকবেন এফআরসির চেয়ারম্যান। এক্সপোর তৃতীয় দিন ৯ ডিসেম্বর শনিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে ক্যারিয়ার ইন ক্যাপিটাল মার্কেট শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি থাকবেন বিএসইসির সাবেক কমিশনার, বর্তমানে আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফ খান। ওইদিন বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে শিল্পায়নে শেয়ারবাজারের ভূমিকা শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি থাকবেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App