×

জাতীয়

বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে চীন

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৭, ০৬:২৮ পিএম

বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে চীন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে চীনা প্রতিনিধিদলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

বৈঠকে অংশ নেওয়া আওয়ামী লীগের নেতারা রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চীনে সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটির প্রতিনিধিদল।

বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিকবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জমির, সভাপতিমণ্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ডা. শাম্মী আহম্মেদ, মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওছার, নুরুল মজিদ হুমায়ুন প্রমুখ।

বৈঠকে উপস্থিত থাকা আওয়ামী লীগের দুই নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চীনা প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। তারা অঙ্গীকার করেছে, আমাদের সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে আরো বেশি সহযোগিতা করবে। সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকবে।

নেতারা আরো বলেন, আমাদের উন্নয়নে চীন সবচেয়ে বড় অংশীদার। তারা ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার করেছে। তারা আমাদের দলের সাধারণ সম্পাদককে চীনে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে। তারা আমাদের জানিয়েছেন, ভবিষ্যতে আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে।

বৈঠকে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে, উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা বলেন, রোহিঙ্গা ইস্যুতে চীন বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। এটা আমাদের কল অন বৈঠক ছিল। এর আগে আমাদের যে টিম সেখানে গিয়েছিল, ওখানেই আমরা ওনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এসেছি বাংলাদেশ আসার জন্য। ওনারা আমাদের দলের আমন্ত্রণেই এসেছে। এই চীনা প্রতিনিধিদলে ছয় জন সদস্য ছিলেন।

তারা বলেন, বৈঠকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। নির্বাচনটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। ওরা জাস্ট আমাদের আমন্ত্রণে বাংলাদেশে এসেছে। সেখানে আমরা কেন নির্বাচনের বিষয়ে ওদের সঙ্গে কথা বলব?

এ বিষয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ডা. শাম্মী আহম্মেদ রাইজিংবিডিকে বলেন, বৈঠকে আমাদের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে। আমরা পার্টির সাধারণ সম্পাদকের নেতৃত্বে ধন্যবাদ জ্ঞাপন করেছি।

গত অক্টোবরে বিপ্লব বার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে আওয়ামী লীগসহ বিভিন্ন বামপন্থি দলকে আমন্ত্রণ জানিয়েছিল চীনের কমিউনিস্ট পার্টি। আমন্ত্রণে সাড়া দিয়ে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল ১৯ সেপ্টেম্বর বেইজিং যায়। আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সভাপতিমণ্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান। এছাড়াও সম্প্রতি আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জমিরের নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল মজিদ হুমায়ুন চীন সফরে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App