×

আন্তর্জাতিক

নেপালে চলছে চূড়ান্ত ধাপের পার্লামেন্ট নির্বাচন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৭, ০৭:২৭ পিএম

নেপালে বৃহস্পতিবার পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত পর্যায়ের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনকে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে প্রণীত নতুন সংবিধান বাস্তবায়নের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। কাঠমান্ডুসহ নেপালের দক্ষিণাঞ্চলীয় সমতলভূমি ও নি¤œ পাহাড়ি এলাকার ৪৫টি জেলায় ১ কোটি ২০ লাখ লোক ভোটার ১২৮ আইনপ্রণেতা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

২৬ নভেম্বর প্রথম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৩০ লাখ ভোটারের ৬৫ শতাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ওই নির্বাচনে ৩২টি পার্বত্য জেলার ৩৭ আইনপ্রণেতা নির্বাচিত হয়েছেন। সরাসরি নির্বাচিত ১৬৫ জন আইনপ্রণেতা নেপালের ২৭৫ সদস্যবিশিষ্ট পার্লামেন্টে বসবেন। অবশিষ্ট ১১০ আইনপ্রণেতা পরে ভোটের শতাংশের ওপর নির্ভর করে প্রত্যেক রাজনৈতিক দল থেকে নির্বাচিত হবেন।

ভোটাররা এদিন একই সঙ্গে সাতটি প্রাদেশিক পরিষদের ৩৩০ প্রার্থীকে নির্বাচিত করবে। আরো ২২০ জন প্রাদেশিক আইনপ্রণেতা পরে নির্বাচিত হবেন। সিনহুয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App